রাস্তায় পাওয়া জুস খেয়ে বাবা-ছেলেসহ ৩ জন হাসপাতালে
রাস্তায় কুড়িয়ে পাওয়া জুস খেয়ে বাবা-ছেলেসহ এক পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (৭ মে) দুপুর ১২টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। তাদের প্রথমে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন জয়পুর গ্রামের রফিকুল ইসলাম (৬৫) ও তার ছেলে আবু সাঈদ (২৫) এবং আবু সাঈদের ছেলে আশিকুর রহমান (১০)।
আবু সাঈদ বলেন, আট বছর আগে আমার বাবা সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে তার বাঁ পা কেটে ফেলতে হয়। এরপর থেকে ঠেলাগাড়িতে করে ভিক্ষা করেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে রাস্তায় জুস পেয়ে বাড়িতে আনেন। শুক্রবার দুপুরে বাবা, আমি এবং আমার ছেলে আশিকুর রহমান জুস খাই। ১০ মিনিট পর তিনজন অচেতন হয়ে পড়ি। জ্ঞান ফিরলে দেখি মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা। সেখান থেকে আমাদের যশোর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর সবাই সুস্থ হই।
মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোসাব্বিরুল ইসলাম রিফাত বলেন, ধারণা করছি; মেয়াদোত্তীর্ণ জুস খেয়েছেন তারা। এজন্য অসুস্থ হয়েছেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখব।
জাহিদ হাসান/এএম