গোপালগঞ্জে আ.লীগের বিক্ষোভ
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে প্রায় দুই হাজার নেতাকর্মী উপজেলার বিজয়পাশা মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবস্থান নেন।
বিজ্ঞাপন
পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা রামদা,দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মহাসড়কের ৪ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। সেনাবাহিনীর অনুরোধে বিকেল ৪টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা। পরে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারী নেতাকর্মীরা বলেন, আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনব।
বিজ্ঞাপন
আরএআর