নিরাপত্তার শঙ্কায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক ঢোকেনি বেনাপোল বন্দরে
নিরাপত্তা জনিত শঙ্কায় দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল বন্দর দিয়ে মঙ্গলবার (৬ আগস্ট) কোনও ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি।
মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. রেজাউল করিম।
রেজাউল করিম জানান, নিরাপত্তা জনিত শঙ্কায় মঙ্গলবার সারাদিন ভারত থেকে কোনও পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। এদিন বন্দরের শ্রমিকদেরও উপস্থিতি কম ছিল।
আরও পড়ুন
তিনি জানান, মঙ্গলবার মেডিকেলসহ বিভিন্ন ভিসায় বাংলাদেশ থেকে ভারতে গিয়েছেন ১৭৯ জন যাত্রী। যা খুবই কম। অপরদিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ৯২৫ জন যাত্রী।
তিনি বলেন, আমরা বন্দরের ব্যবসায়ীসহ সকলকে সমন্বয় করে বৈঠক করেছি। পেট্রপোল বন্দরের সঙ্গেও কথা বলেছি। আশা করি বুধবার থেকে সবকিছু স্বাভাবিকভাবেই চলবে।
এ্যান্টনি দাস অপু/এমএসএ