রামগঞ্জে হামলায় যুবলীগ নেতাসহ নিহত ৩
লক্ষ্মীপুরের রামগঞ্জে ভিন্ন ভিন্ন ঘটনায় তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে দুইজনকে পিটিয়ে হত্যা ও বাণিজ্যিক ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়াও শেখ হাসিনা দেশত্যাগের পর রামগঞ্জে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত তিনজনের মৃত্যু ও হামলা-ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে সোমবার বিকেলে আন্দোলনকারীরা উপজেলার ভোলাকোটের আথাকরা গ্রামের যুবলীগ নেতা মো. নাসিরকে আটক করে। এ সময় তাকে প্রকাশ্যে পিটুনি দিয়ে হত্যা করে। সারারাত মরদেহ রাস্তার উপর পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি। মঙ্গলবার সকালে জানাজার নামাজ ছাড়াই নিহতের বোনেরা মরদেহ দাফন করে। নিহত নাসির জেলা যুবলীগের বিলুপ্ত কমিটির সদস্য ও ভোলাকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বশির আহমেদ মানিকের ছোট ভাই।
বিজ্ঞাপন
একই সময়ে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি আনোয়ার হোসেন খানের মালিকানাধীন খান টাওয়ারে ভাঙচুর করে আগুন দেয় দুর্বৃত্তরা। জীবন বাঁচাতে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নামপরিচয় জানা যায়নি। তবে পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া জমি নিয়ে বিরোধের জেরে সোমবার রাতে রামগঞ্জ পৌর শহরের সোনাপুর এলাকায় মনির হোসেন আটিয়া (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহতের পরিবারের ভাষ্যমতে, একই বাড়ির জসিম, নাছির ও কামাল হামলা চালিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়াও শেখ হাসিনা দেশত্যাগের পর রামগঞ্জে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। গত দুই দিনে থানা ও উপজেলা পরিষদের অন্তত ১২টি কার্যালয় ও আওয়ামী লীগের আট নেতার কার্যালয়-বাড়িতে হামলা-ভাঙচুর, অস্ত্র লুটসহ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সবশেষ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জুরের বাড়িতে ভাঙচুর করা হয়।
আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, পৌরসভার মেয়র ও পৌর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর আঙ্গারপাড়ার বাড়িতে ভাঙচুর চালিয়ে আসবাবপত্রসহ সব মালামাল লুট করে নেওয়া হয়। এ ছাড়া উপজেলার বিভিন্নস্থানে আরও সাত নেতার কার্যালয়, বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়।
উপজেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, ইউএনও, চেয়ারম্যান, প্রকৌশলী, পিআইওসহ অন্তত ১২ কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর করা হয়। এ সময় ৩টি সরকারি গাড়ি, নথিসহ আসবাবপত্র বাইরে এনে তছনছ করে পুড়িয়ে দেওয়া হয়।
সার্বিক বিষয়ে বক্তব্য জানতে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ সোলাইমানের মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি। এ ছাড়াও রামগঞ্জ থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের পর থেকে জেলা ও থানা পুলিশের কারো বক্তব্য জানা যায়নি।
হাসান মাহমুদ শাকিল/এএমকে