টেকনাফে ট্রলারডুবির ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার
অবৈধভাবে মালয়েশিয়ায় যাত্রাকালে কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ আগস্ট) সকালে টেকনাফ সদরের হাবিবছড়া ঘাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত সবাই রোহিঙ্গা বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে টেকনাফ উপকূল থেকে একটি ছোট ট্রলার নিয়ে তারা মালয়েশিয়ার উদ্দেশ্য রওনা হন। এ সময় কিছু দূর গিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় নারী ও শিশুসহ ৯ জনের মৃত্যু হয়। তারা টেকনাফ লেদা রেজিস্ট্রেশন ক্যাম্পের বাসিন্দা বলে জানতে পেরেছি। তবে তাদের পরিচয় জানতে পারেনি। পুলিশকে খবর দেওয়া হয়েছে। তবে পুলিশের সাড়া নেই।
টেকনাফের হাবিব ছড়ার বাসিন্দা সাজ্জাদ বলেন, সকালে ঘাটে কয়েকজনের লাশ দেখতে পাই। পরে আমরা উদ্ধার করে ঘাটে রেখে দেই। এখানে শিশু-নারীসহ ৯ জনের মরদেহ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
সাইদুল ফরহাদ/আরএআর