অনির্দিষ্টকালের জন্য বন্ধ চাঁদপুরের সবধরনের লঞ্চ চলাচল
চলমান উদ্ভূত পরিস্থিতি ও দেশে কারফিউ জারি করায় অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর থেকে সবধরনের লঞ্চ চলাচল স্থগিত করেছে বিআইডব্লিউটিএ ।
বিজ্ঞাপন
রোববার (৪ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত করেন নৌ বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো. বছির আলী খান।
তিনি বলেন, আজ ৬ আগস্ট রাত ১২টা থেকে চাঁদপুর নদী বন্দর থেকে চাঁদপুর- ঢাকা এবং চাঁদপুর - নারায়ণগঞ্জসহ চাঁদপুর থেকে দেশের বিভিন্ন স্থানের নৌ পথের সকল যাত্রীবাহী লঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ। এরকম পরিস্থিতিতে সরকার ৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার।
আনোয়ারুল হক/এমটিআই