আক্রান্ত এমপি-নেতাদের বাড়ি ও দলীয় কার্যালয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সারা দেশে চলেছে ব্যাপক সহিংসতা। পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি আক্রান্ত হয়েছেন সরকারদলের এমপি, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে হেভিওয়েট নেতাদের বাড়িঘর। বাদ যায়নি দলীয় কার্যালয়ও।
চাঁদপুরে সরকারপতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনির বাসভবনে হামলা চালায় আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা এ সময় ভবনের রেস্ট হাউস ও নিচতলায় থাকা পাঁচ-ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়, ভূমি অফিস, বাবুরহাটে বঙ্গবন্ধু গেট ও মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর করে আন্দোলনকারীরা।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বাসায় হামলা ও ভাঙচুর করেছে ক্ষুব্ধ আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) সন্ধ্যার একটু আগে শহরের পিটিআই রোডের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার সময় ওই বাড়িতে কারা অবস্থান করছিল তা বিস্তারিত জানা যায়নি। সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারীরা হানিফের আলিশান বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
খুলনা নগরীর শেরে বাংলা সড়কের ‘শেখ বাড়ি’ হিসেবে পরিচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও শেখ সালাহউদ্দিন জুয়েলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া নগরীর শঙ্খ মার্কেটে অবস্থিত খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা।
আরও পড়ুন
এছাড়া খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এবং নগর যুবলীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। গুরুতর অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে ভোলায় জেলা আওয়ামী লীগ অফিস, জেলা প্রশাসক কার্যালয়, পৌরভবন ও মুক্তিযোদ্ধা ভবনে হামলা চালিয়ে ভাঙচুর চালান হয়। একপর্যায়ে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এছাড়া জেলা খাদ্য অফিসেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে বাসার দ্বিতীয় তলার বারান্দার গ্লাস ভাঙচুর করা হয়। রোববার (৪ আগষ্ট) দুপুর দেড়টার দিকে একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়ে ভাংচুর করে। মো. শরীফ আহমেদ ময়মনসিংহ-২ আসনের বর্তমান সংসদ সদস্য। এর আগেও তিনি এই আসনে আরও দুইবার সংসদ সদস্য এবং একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আন্দোলন চলাকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলার ঘটনা ঘটেছে। রোববার বেলা তিনটা নাগাদ এই ঘটনা ঘটে।
রোববার (৪ জুলাই) দিনাজপুরে আন্দোলনকারীরা জাতীয় সংসদের হুইপ, দিনাজপুরের-৩ এর সংসদ সদস্য ইকবালুর রহিম এমপি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এনায়েতুর রহিমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। শহরের সদর হাসপাতাল মোড়ে বিচারপতি এনায়েতুর রহিম ও এমপি ইকবালুর রহিমের বাড়িতে হামলা চালায়। এছাড়া ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে বাড়ির গেট, জানালা এবং সাইনবোর্ডে অগ্নিসংযোগ করে। আন্দোলনকারীরা পুলিশ পিকআপ, অ্যাম্বুলেন্স, ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাঙচুর করে।
জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয় জেলা শহর। রোববার (৪ আগস্ট) দুপুর ১২টা থেকে সংঘর্ষ শুরু হয়। জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এ সময় দলীয় কার্যালয়ে থাকা স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদুসহ আওয়ামী লীগের ১৫ জনের বেশি নেতাকর্মী গুরুতর জখম হয়েছেন।
আরও পড়ুন
এছাড়া ঠাকুরগাঁও, জামালপুর, কিশোরগঞ্জ ও পঞ্চগড়ে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা। এখন পর্যন্ত পুরো দেশে সহিংসতার জেরে সারাদেশে পুলিশসহ ৮২ জন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে।
জেএ