ধামরাইয়ে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ
ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে। এ ছাড়া আরও একজন গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে মরদেহটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় নিশ্চিত করা যায়নি। গুলিবিদ্ধ অপরজনের নাম বিপ্লব (৪০)। তিনি বাইপাইল এলাকায় সড়কের পাশে পানি বিক্রি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে চার-পাঁচজন তরুণ আনুমানিক ৩০ বছর বয়সী এক তরুণের মরদেহ হাসপাতালে নিয়ে আসেন। মরদেহটি হাসপাতালে রেখে তারা চলে যান।
আহত বিপ্লব ঢাকা পোস্টকে বলেন, আমি রাস্তার পাশে পানি বিক্রি করি। হঠাৎ করে মারামারি শুরু হয়। এক পর্যায়ে একটা গুলি এসে আমার বুকে লাগে।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহমেদুল হক তিতাস ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতের বিষয় আমার জানা নেই।
লোটন আচার্য্য/এএমকে