চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে ৪ কোটি টাকার স্বর্ণসহ ২ জন আটক
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে চার কেজি স্বর্ণসহ দুইজনকে আটক করেছে। বুধবার (৩১ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের কাঁচাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, দর্শনা পৌরসভাধীন শ্যামপুর গ্রামের রহেল মন্ডলের ছেলে রেজাউল (৪৮) ও একই ইউসুফ আলীর ছেলে ইসরাফিল (৩২)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকায় অভিযানে যাচ্ছিল ডিবির একটি চৌকস দল। এ সময় লোকনাথপুর এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি দেখে তাদের সন্দেহ হয়। তখন মোটরসাইকেলটি থামানোর জন্য সংকেত দিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।
পরে ডিবি পুলিশ মাদক ব্যবসায়ী ভেবে মোটরসাইকেলটি ধাওয়া দিয়ে দর্শনা কাঁচাবাজার থেকে আটক করতে সক্ষম হয়। এ সময় মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন মোটরসাইকেলের দুই আরোহী।
পরে আবারও ধাওয়া দিয়ে তাদের দুইজনকে আটক করা হয়। এদের মধ্যে রেজাউলের কোমরের বেল্টের সঙ্গে জড়ানো একটি কাপড়ের ব্যাগ জব্দ করা হয়। ওই ব্যাগে চারটি সোনার বার পাওয়া যায়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চারটি সোনার বারের ওজন চার কেজি ২৫ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৮০ লাখ টাকা। জব্দকৃত সোনার বারগুলো ট্রেজারিতে জমা দেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে দর্শনা থানায় হস্তান্তরসহ পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
আফজালুল হক/আরকে