ভাঙ্গায় মিছিল থেকে ১৫ শিক্ষার্থী আটক, বিজিবি মোতায়েন
ফরিদপুরের ভাঙ্গায় কোটা সংস্কারের দাবিতে মিছিল শুরু করতেই শিক্ষার্থীদের ধাওয়া করেছে পুলিশ। এ সময় আশপাশের এলাকা থেকে ১৫ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের সাধারণ শিক্ষার্থী। পাশাপাশি ভাঙ্গায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বুধবার (১৭ জুলাই) সকাল ৯টার থেকে ভাঙ্গা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাজী মাহবুব উল্লাহ সরকারি কলেজের সামনে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে শতাধিক আন্দোলনকারী জড়ো হন। এ সময় পুলিশ গিয়ে আন্দোলনকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন। এরপর ঘটনাস্থল ও আশপাশের ব্র্যাক ব্যাংকের মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে পুলিশ।
ভাঙ্গা থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, আটককৃতদের ব্যাপারে আপাতত কোনো তথ্য দেওয়া যাবে না।
বিজ্ঞাপন
এদিকে আজ সকাল থেকেই ভাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা বলেন, সংঘাত এড়াতে ভাঙ্গায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
জহির হোসেন/আরএআর