কক্সবাজারে পাহাড় ধসে একজন নিহত, একই পরিবারের ৬ জন আহত
কক্সবাজার শহরের কলাতলীতে পাহাড় ধসে মীম (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এছাড়া একই পরিবারের ৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে শহরের কলাতলী সৈকত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সেলিম ও তার স্ত্রী শাহিদা, মেয়ে লামিমা, হাবিবা, মাওয়া, হুজাইফা।
বিষয়টি নিশ্চিত করেছেন, কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর এম এ মঞ্জুর।
আরও পড়ুন
তিনি বলেন, গতকাল থেকে কক্সবাজার ভারী বৃষ্টি হয়। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের খাঁদে থাকা বাড়িতে পাহাড়ের খণ্ড ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে যায় ওই এলাকার সেলিমের পরিবারের ৭ জন সদস্য। এর মধ্যে সেলিমসহ ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তবে মীম নামে একজন মারা গেছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার কাজ চালানো হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান বলেন, শহরের কলাতলী সৈকত পাড়া এলাকায় পাহাড় ধসে একই পরিবারের সদস্যরা মাটি চাপা পড়েছেন। পুলিশ ঘটনাস্থলে আছে, সহায়তা করছে।
সাইদুল ফরহাদ/এমএসএ