ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা নিহত, আহত ২
খুলনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা শেখ মুজিবুর রহমান (৫৮) নিহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) রাতে ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন মুজিবুর রহমানের স্ত্রী পুষ্পা বেগম (৪৫) ও তার ছেলে মিরাজুল ইসলাম (২৪)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
পুলিশ ও স্থানীয়রা জানায়, মুজিবুর রহমানের সঙ্গে তার ভাইয়ের ছেলে কুতুব উদ্দিনের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মৃত শরিফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ধারালো হাসুয়া নিয়ে চাচা শেখ মুজিবুর রহমানের উপর হামলা চালায়। মজিবুর রহমানকে ঠেকাতে গেলে তার স্ত্রী ও ছেলে আহত হন। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আশরাফুল পালিয়ে যায়।
পরবর্তীতে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার শেখ মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে স্ত্রী পুষ্প বেগম ও ছেলে হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলামকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
এমএসএ