৮০ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করল পুলিশ
নোয়াখালীর চাটখিলে পিকআপসহ ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসময় মো. রিয়াদ হোসেন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে ভোর রাত চার টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
মো. রিয়াদ হোসেন চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আরিফুর রহমানের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে মো. রিয়াদ চোরাই পথে আনা ৮০ বস্তা চিনির একটি পিকআপসহ জব্দ করে চাটখিল থানা পুলিশ। দাম কম হওয়ায় চোরাকারবারিরা অবাধে ভারতীয় চিনি এনে পাইকারি দরে বিক্রি করেন। প্রতি বস্তা চিনির দাম ভারতে তিন হাজার রুপি হলেও বাংলাদেশে ৫ হাজার টাকায় বিক্রি হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রিয়াদকে ৮০ বস্তা চিনি পিকআপসহ গ্রেপ্তার করা হয়। জব্দ হওয়া চিনির বাজার মূল্য ৪ লাখ টাকা। চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয় ভারতীয় চিনি। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়।
হাসিব আল আমিন/এমএসএ