জামালপুরে বিপৎসীমার ওপরে যমুনার পানি, ভেঙেছে সড়ক
পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে প্লাবিত হয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
বুধবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টায় যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যমুনার পানি দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় সড়ক ভেঙে দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি বাজার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল মঙ্গলবার থেকে যমুনার পানি দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে নদী উপচে পড়ে পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। পানি বাড়ায় ইসলামপুর উপজেলার চিনাডুলী, কুলকান্দি, বেলগাছা, নোয়ারপাড়া ও সাপধরী ইউনিয়ন, দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী, বাহাদুরাবাদ ও চিকাজানী ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং দুর্গম চরাঞ্চল প্লাবিত হচ্ছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জে যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জামালপুর পুরাতন ব্রহ্মপুত্র নদে বিপৎসীমার ৩৬৯ সেন্টিমিটার ও সরিষাবাড়ীর তারাকান্দিতে যমুনার জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৯০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টায় দেওয়ানগঞ্জের যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েক দিন কিছুটা পানি বাড়ার শঙ্কা রয়েছে।
রকিব হাসান নয়ন/আরএআর