বৃষ্টিতে দৃষ্টিনন্দন সিন্দুকছড়ি সড়কে ফাটল, যান চলাচল বন্ধ
টানা বৃষ্টিতে খাগড়াছড়ি জেলার দৃষ্টিনন্দন সিন্দুকছড়ি সড়কে ফাটল দেখা দিয়েছে। এর ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। ইতোমধ্যে সড়ক ও জনপথ বিভাগ সংস্কার কাজ শুরু করেছে।
স্থানীয়রা জানান, মহালছড়ি-জালিয়াপাড়া সড়কের কাটাটিলা নামক এলাকায় সড়কটি দেবে যায়। মূলত টানা বৃষ্টির কারণে মাটি সরে যাওয়ায় সড়কটি দেবে গিয়েছে।
মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার পারভিন খানম জানান, ভারী বৃষ্টিপাতের কারণে সড়কটির নিচের মাটি সরে গেছে। দৃষ্টিনন্দন সড়কটিতে আপাতত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, ফাটল ধরা অংশটি মেরামতের কাজ করা হচ্ছে। শিগগিরই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
মোহাম্মদ শাহজাহান/এমজে