টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমারের নাগরিক নিহত
কক্সবাজারের টেকনাফ সীমান্তে দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশেরের সময় মিয়ানমারের ওপারে মাইন বিস্ফোরণে মোহাম্মদ আয়াছ নামে মিয়ানমারের এক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে টেকনাফ বিওপির আওতাধীন বিআরএম-০৬ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আয়াছ মিয়ানমারের মংডু শহরের দলিয়ান পাড়া এলাকার মোহাম্মদ রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ আয়াছসহ মিয়ানমারের চার নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় মিয়ানমারের অভ্যন্তরে মাটির নিচে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে আয়াছ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. আশিকুর রহমান বলেন, মাইন বিস্ফোরণে মিয়ানমারের এক নাগরিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার সঙ্গে আসা স্বজনরা পালিয়ে গেছে।
কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তাকে যারা নিয়ে এসেছিল তারা পালিয়ে গেছে।
সাইদুল ফরহাদ/এমজেইউ