মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজার প্লাবিত
ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। সোমবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলগাজী কাঁচাবাজার সংলগ্ন এলাকা দিয়ে পানি প্রবেশ করে। এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক প্লাবিত হয়েছে।
ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম ঢাকা পোস্টকে বলেন, ভারতীয় উজানের কারণে মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজারে প্রবেশ করেছে। বৃষ্টি অব্যাহত থাকলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এখনো নদীর পানি বাড়ছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার বলেন, ফুলগাজী উপজেলার দৌলতপুর, বরইয়া, ঘনিয়ামোড়া এলাকায় ভাঙনের শঙ্কা রয়েছে। নদীর পানি এখনো বাড়ছে।
এ ব্যাপারে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীর পানি ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানিতে ইতোমধ্যে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। এছাড়া উপজেলার আমজাদহাট ইউনিয়নের গইয়াছড়া এলাকায় কহুয়া নদীর পানি প্রবেশ করছে। দুর্যোগ মোকাবিলায় শুকনো খাবারসহ অন্যান্য সব ধরনের প্রস্তুতি রয়েছে।
প্রসঙ্গত, প্রতি বছরই বর্ষা মৌসুমে ভারতের উজানের পানিতে মুহুরী, কুহুয়া এবং সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে ফুলগাজী-পরশুরামের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়।
তারেক চৌধুরী/আরএআর