ইঁদুরের গর্তে হাত দিয়ে প্রাণ গেল শিশুটির
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে সাপের কামড়ে আজমির হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২১ জুন) বড়বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আজমির হোসেন উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের পশ্চিম পাড়ার কৃষক জাহিদুল ইসলামের ছেলে। দুই ভাইয়ের মধ্যে আজমির ছিল ছোট। শুক্রবার ঈশার পর জানাজার নামাজ শেষে বড়বলদিয়া গ্রামের কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে বাড়ির সামনে দিয়ে প্রতিবেশী এক নানীর পিছন পিছন যাচ্ছিল শিশু আজমির। এ সময় ইঁদুরের গর্তে হাত দিলে কোনো কিছুতে কামড় দেয়। এরপর শিশুটি নিজেই বলে সাপে কামড় দিয়েছে। পরিবারের সদস্যরা স্থানীয় ওঝা রবির (কবিরাজ) কাছে নিয়ে যান।
তিনি আরও বলেন, ওঝার কাছ থেকে বাড়িতে আসার কিছুক্ষণ পর শিশু আজমিরের শরীর কালো হতে থাকে। অবস্থার অবনতি হতে থাকলে তাকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
আরও পড়ুন
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা ঢাকা পোস্টকে বলেন, সাপের কামড়ে শিশুর মৃত্যুর খবর আমার জানা নেই।
আফজালুল হক/এনএফ