ঈদ ঘিরে বাড়তি ভাড়া আদায়, বিআরটিসিসহ ৩ পরিবহনকে জরিমানা
বরগুনার পাথরঘাটা উপজেলায় ঈদ উপলক্ষ্যে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ায় তিন পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাথরঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে পাথরঘাটা উপজেলায় পাথরঘাটা থেকে চট্টগ্রামগামী বিআরটিসি, বলেশ্বর পরিবহন ও আলিফ পরিবহনকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এসব যাত্রীদের কাছে নির্ধারিত ভাড়ার বিপরীতে প্রায় দ্বিগুণ ভাড়ায় টিকিট বিক্রি করা হচ্ছে পাথারঘাটার বিভিন্ন পরিবহন কাউন্টারগুলোতে। বাসযাত্রীদের এমন অভিযোগের ভিত্তিতে বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাথরঘাটা-চট্টগ্রাম রুটে নির্ধারিত ভাড়া ৯০০ থেকে ১ হাজার টাকার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে ১ হাজার ৮শ টাকা করে ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। পরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পাথরঘাটা থেকে চট্টগ্রামগামী বিআরটিসি, বলেশ্বর পরিবহন ও আলিফ পরিবহনকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় তিনটি পরিবহনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও ভবিষ্যতে যাতে কেউ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করেন সে বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আব্দুল আলীম/এমএ