সেমাই কিনতে যাওয়ার পথে সড়কে ঝরল বীর মুক্তিযোদ্ধাসহ ২ জনের প্রাণ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা দুই ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৭ জুন) ঈদের দিন সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিওড় বটতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দিওড় ইউনিয়নের কুয়েতপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা এম, এ, কে আজাদ (৭০) ও একই উপজেলার পৌর শহরের পূর্ব জগন্নাথপুর (ঝাউবন) তোফাজ্জল হোসেনের ছেলে এনামুল হক (৪২)।
স্থানীয়রা জানান, সোমবার সকালে বীর মুক্তিযোদ্ধা বাড়ি থেকে অটোরিকশায় চড়ে সেমাই কিনতে বিরামপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক দিওড় বটতলী নামক স্থানে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। অটোরিকশায় থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, দিওড় বটতলী নামকস্থানে ট্রাকের ধাক্কা একজন বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।
ইমরান আলী সোহাগ/কেএ