ফরিদপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
ফরিদপুরের চরভদ্রাসনে সাপের কামড়ে আফসার খান (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) দুপুর আড়াইটার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অবশ্য কোন সাপ তাকে দংশন করেছে তা জানা যায়নি।
আফসার খান উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পশ্চিম শালিপুর গ্রামের বাসিন্দা।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে তিনি ঘাস কাটার জন্য চর হরিরামপুর ইউনিয়নের মধ্য শালিপুর এলাকায় যান। দুপুর ১২টার দিকে তাকে সাপ কামড় দেয়। পরে আত্মীয়-স্বজনরা তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক দেবাশীষ কাপুরিয়া জানান, আফসারকে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় পেয়েছেন এবং অ্যান্টিভেনম প্রদান করেছিলেন। কিন্তু তীব্র বিষক্রিয়ার কারণে তার মৃত্যু হয়। রোগীর উপসর্গ ও ক্ষতস্থান দেখে বিষধর সাপের কামড় ছিল বলে ধারণা করছেন তারা।
জহির হোসেন/কেএ