বাগেরহাটের তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে স্থগিত হওয়া বাগেরহাটের মোংলা, শরণখোলাও মোড়েলগঞ্জ উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দুটি উপজেলায় বর্তমান চেয়ারম্যানরা পুনরায় এবং একটিতে নতুন ব্যক্তি নির্বাচিত হয়েছেন।
মোংলা উপজেলা চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছে আবু তাহের হালদার। তিনি চিংড়ি প্রতীকে ২৬ হাজার ৩০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১৭ হাজার ৮১৬টি।
শরণখোলা উপজেলার পুনরায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রায়হান উদ্দিন আকন শান্ত। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩০ হাজার ১৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছাদুজ্জামান মিলন দোয়াতকলম প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৮১৫ ভোট।
মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৮ হাজার ৩৯৯ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম দোয়াতকলম প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭২৯ ভোট।
খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এম.এস আবু তালেব/কেএ