আপত্তিকর ছবি, ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
ফেনী পরশুরাম সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আশীষ চক্রবর্ত্তীর একটি আপত্তিকর ছবি ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৫ জুন) উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়া এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজে জড়িত থাকায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পরশুরাম সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, আশীষ চক্রবর্ত্তী দীর্ঘদিন ধরে কলেজের মেয়েদের বিরক্ত করতেন। আমরা এসব ঘটনার জন্য কখনো মুখ খুলতে সাহস পাইনি। তার সুষ্ঠু বিচার চাই।
জানা গেছে, গত রোববার (২ জুন) আশীষ চক্রবর্ত্তী নামে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভালোই চলতেছে লিখে এক তরুণীর সঙ্গে আপত্তিকর ছবি পোস্ট করা হয়। মুহূর্তেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। পরবর্তী ছাত্রলীগ নেতা নিজের ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে দাবি করেন।
আশীষ চক্রবর্ত্তী বলেন, রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি গোষ্ঠী এ ধরনের অভিযোগ তুলছে। এসব অভিযোগ সত্য নয়।
পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠন নেবে না। দায়িত্ব একটি আমানত। কিন্তু কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থেকে সংগঠনের দায়িত্ব পালন করতে পারে না। তার বিরুদ্ধে এক শিক্ষার্থী আমাদের কাছে অভিযোগ করেছে। অভিযোগের প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে জবাব সন্তোষজনক না হওয়ায়, শৃঙ্খলা পরিপন্থী এবং সংগঠনের মান ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকায় তাকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এমএসএ