হোটেলে স্ত্রী-সন্তানকে হত্যা, শিশু রাফির খণ্ডিত মাথার খোঁজ মেলেনি
বগুড়ায় আবাসিক হোটেলে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগে স্বামী আজিজুল হক ও শ্বশুর হামিদুল হকের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে দুই থেকে তিনজনকে। গতকাল রোববার (২ জুন) দিবাগত রাতে আজিজুলের শ্বশুর আশাদুল ইসলাম বাদী হয়ে বগুড়ার শাজাহানপুর থানায় এই মামলা করেন।
এর আগে ওই দিন বেলা ১১টার দিকে শাজাহানপুরের বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলে আশামনি ও তার ১১ মাস বয়সী ছেলে আব্দুলাহেল রাফির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তবে রাফির খন্ডিত মাথা পাওয়া যায়নি। সোমবার (৩ জুন) দুপুরে শহরের চেলোপাড়া এলাকার করতোয়া নদীতে শিশুটির সেই মাথা উদ্ধারে কাজ করছে পুলিশ।
মামলার বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসান হাফিজুর রহমান জানান, এই মামলায় দুই আসামী গ্রেপ্তার রয়েছেন। তাদের মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল হত্যার কথা স্বীকার করেছেন।
আশামনির স্বামী আজিজুল হক সেনা সদস্য হিসেবে চট্টগ্রামে চাকরি করেন। তিনি বগুড়ার ধুনট উপজেলার হেউটগ্রামের হামিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, আজিজুল হক তার স্ত্রী ও ছেলেকে নিয়ে গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে শুভেচ্ছা আবাসিক হোটেলে রুম ভাড়া করেন। ওই সময় তমা ও মিরাজ পরিচয়ে হোটেলে ওঠেন তারা। বাড়ি উল্লেখ করা হয় রংপুরের পীরগঞ্জ।
স্বজনরা জানায়, প্রায় তিন বছর আগে আজিজুলের সঙ্গে বিয়ে হয় আশামনির। রাফির জন্মগ্রহণের পর থেকে আশা তার বাবার বাড়ি নারুলীতে থাকেন। এর মধ্যে দুই মাসের ছুটিতে বাড়িতে আসেন আজিজুল। ছুটি শেষে শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে যাওয়ার কথা তার। কিন্তু এর মধ্যে সন্ধ্যা ৭টার দিকে বনানীর ওই হোটেলে ওঠেন তারা। পরে রাত সাড়ে ৯টার দিকে হোটেল থেকে বের হন আজিজুল। এ সময় তার সন্তানের মাথা করতোয়া নদীতে ফেলে দেন। পরে তার বউ ও ছেলে হারিয়ে গেছে বলে শ্বশুরকে সঙ্গে নিয়ে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। পরে ঘটনা জানাজানি হলে স্ত্রী আর সন্তানকে হত্যার অভিযোগে আজিজুলকে আটক করা হয়। আর মামলার পর গ্রেপ্তার করা হয় আজিজুলের বাবা হামিদুলকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাসান হাফিজুর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল জানিয়েছেন রাফির মাথা কেটে করতোয়া নদীতে ফেলে দিয়েছেন। অনেক খোঁজাখুঁজি করে মাথার সন্ধান পাওয়া যায়নি। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আসাফ-উদ-দৌলা নিওন/আরএআর