বরগুনায় ১০ নম্বর মহাবিপদ সংকেতে ঝুঁকি নিয়ে খেয়া পারাপার
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ১০ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যেই বরগুনায় চলছে খেয়া পারাপার। কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে এ জেলার মানুষ বিষখালি নদীতে খেয়া পারাপার হচ্ছে। ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলছে খেয়াগুলো।
রোববার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে বড়ইতলা ফেরিঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, একের পর এক যাত্রী বোঝাই খেয়া ছেড়ে যাচ্ছে ঘাট থেকে। ঝুঁকি নিয়ে খেয়াগুলো চললেও যাত্রীদের গায়ে নেই কোনো লাইফ জ্যাকেট। হঠাৎ বাতাস এবং নদীতে ঢেউ উঠলে খেয়া ডুবে প্রাণহানীর শঙ্কা রয়েছে। তবুও অতিরিক্ত যাত্রী বোঝাই করেই চলছে খেয়া পারাপার।
খেয়াচালক মাঈনুদ্দিন ঢাকা পোস্টকে বলেন, খেয়া বন্ধ থাকবে এমন কিছু আমি জানি না। গতকালকে আমি ঘাটে ছিলাম না। খেয়া চালাইনি। ঘাটে এখন যাত্রী আছে তাই খেয়া চালাচ্ছি।
এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাতেই খেয়া বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এখনো যদি চালকরা খেয়া পারাপার চালু রাখে তাহলে খেয়া বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আব্দুল আলীম/আরকে