বগুড়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
বগুড়ার শাজাহানপুরে টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিমপাড়া গ্রামে সোহরাব হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া সদরের সুইপার কলোনির বাসিন্দা বিমল বাঁশফোর (৫০) ও লাঠিয়াল বাঁশফোর (৪৫)।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, তারা কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করেই ট্যাংকে নেমেছিলেন। এরপর আর বের হয়ে আসতে পারেননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদের মরদেহ উদ্ধার করে।
শাজাহানপুর ফায়ার ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুর রহমান বলেন, সম্ভবত সেপটিক ট্যাংকে নামার পর তারা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে পড়েছিলেন। ফলে সেখানেই তারা মারা যান। পরে বেলা ৩টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাহজানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আসাফ-উদ-দৌলা নিওন/এমজে