টানা তিনবারের উপজেলা চেয়ারম্যানের অবস্থান এবার তৃতীয়
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিপুল ভোটের ব্যবধানে হেরে গেছেন সাবেক অর্থমন্ত্রী, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের (লোটাস কামাল) ছোট ভাই গোলাম সারওয়ার। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি তৃতীয় হয়েছেন। এর আগে তিনি এ উপজেলার টানা তিনবারের উপজেলা চেয়ারম্যান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ মে) রাত পৌনে ১০টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা রুবাইয়া খানম স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এসব তথ্য জানা গেছে। ঘোষিত ফলাফলে চার প্রার্থীর মধ্যে তৃতীয় হয়েছেন গোলাম সারওয়ার।
তিনি সদর দক্ষিণ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান, কুমিল্লা -৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের অনুসারী আব্দুল হাই বাবলুর কাছে পরাজিত হন। বিজয়ী আব্দুল হাই বাবলু হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের আক্তারুজ্জামান রিপন ১৪ হাজার ৭৯০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। বর্তমান চেয়ারম্যান গোলাম সারওয়ার কাপ-পিরিচ প্রতীকে ১৪ হাজার ৩১৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
বিজ্ঞাপন
রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। বিজয়ী প্রার্থীদের পরবর্তীতে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
সদর দক্ষিণ উপজেলায় ১ লাখ ৩৩ হাজার ৮৬৮ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে ৬৯ হাজার ৭০৬ জন পুরুষ, ৬৪ হাজার ১৬০জন নারী এবং দুজন হিজড়া ভোটার রয়েছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
আরিফ আজগর/এমএএস