ভোটারদের মাঝে প্রভাব বিস্তারের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ঝিনাইদহের শৈলকুপায় এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) দুপুরে তাকে আটক করা হয়।
আকটকৃত ইউপি চেয়ারম্যানের নাম সিকান্দার হোসেন মোল্লা। তিনি শৈলকুপার ত্রিবেণী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইসমাইল হোসেন ঢাকা পোস্টকে জানান, ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের প্রভাব বিস্তার করার অভিযোগে পুলিশ তাকে নিয়ে যায়। ইউপি চেয়ারম্যান সিকান্দার হোসেন মোল্লা দোয়াত কলম প্রতীকের শামীম হোসেন মোল্লার পক্ষে প্রভাব বিস্তার করছিলেন।
শৈলকুপা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবলীগ নেতা শামীম হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা মোস্তফা আরিফ রেজা মন্নু ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন। এই উপজেলায় মোট ভোটকেন্দ্র ১২১টি। আর ভোটারের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৩০২। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৪০ ও নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ২৬২ জন।
আব্দুল্লাহ আল মামুন/আরএআর