বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থককে হাতুড়িপেটা
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের আনারস প্রতীকের কর্মীসভায় যাওয়ার পথে সালাম মন্ডল (৫৬) ও জাহাঙ্গীর হোসেন (৫০) নামে দুই সমর্থককে হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষের কর্মীরা।
শনিবার (১৮ মে) সন্ধ্যার পর উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গোরস্থানের সামনে এ ঘটনা ঘটে। আহতরা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।
আহত সালাম মন্ডল নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের ছামাদ মন্ডলের ছেলে ও জাহাঙ্গীর হোসেন একই গ্রামের মৃত কাসেম মন্ডলের ছেলে।
আহত সালাম মন্ডল বলেন, আজ সন্ধ্যার পর উপজেলার সোনাপুর বাজারে আনারস প্রতীকের কর্মীসভা ছিল। সেখানে যাওয়ার পথে দক্ষিণবাড়ী গোরস্থানের নিকট পৌঁছালে ৭-৮ জনের একদল যুবক আমাদের হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে। পরে ‘তারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনের মোটরসাইকেল’ বলে স্লোগান দিতে দিতে চলে যায়। তারা যাওয়ার পর স্থানীয়রা আমাদের বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।
আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, গতকাল রাতে আমার নির্বাচনী কর্মীসভায় যাওয়ার পথে আমার দুই কর্মীকে মোটরসাইকেল প্রতীকের সমর্থকেরা পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় আমি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি। এ বিষয় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনের বক্তব্য নিতে তাকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মীর সামসুজ্জামান সৌরভ/আরকে