কেজি দরে তরমুজ বিক্রি বন্ধের নির্দেশ এসপির
নাটোরে আগামীকাল শুক্রবার (৩০ এপ্রিল) থেকে কেজি দরে তরমুজ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা। কেজি দরে কোনো আড়তদার কিংবা খুচরা ব্যবসায়ী তরমুজ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে নাটোর শহরের বিভিন্ন স্থানে কেজি দরে তরমুজ বিক্রির চিত্র দেখে পুলিশ সুপার এ নির্দেশ দেন।
রমজান মাসের পাশাপাশি তীব্র তাপদাহের কারণে চাহিদা বেড়ে গেছে তরমুজের। এই সুযোগে ব্যবসায়ীরা কেজি দরে তরমুজ বিক্রি শুরু করেছেন। নাটোর শহরে প্রতি কেজি তরমুজ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। বিকেলে পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় তরমুজের আড়তে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তরমুজ মাপার যন্ত্র জব্দ করে পুলিশ। এছাড়াও পুলিশ সুপার শহরের স্টেশন বাজার, চকবৈদ্যনাথের তরমুজের আড়ৎ পরিদর্শন করেন।পুলিশের অভিযানে ৪০০ টাকার তরমুজ মুহূর্তের মধ্যে দেড়শ টাকায় নেমে আসে। তরমুজ বিক্রি নিয়ে পুলিশ সুপারের কাছে নানা অভিযোগ তুলে ধরে সাধারণ মানুষ।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আগামীকাল শুক্রবার থেকে নাটোর জেলায় কেজি দরে কোনো তরমুজ বিক্রি হবে না। আমরা বড় বড় তরমুজের আড়তগুলোতে অভিযান পরিচালনা করব। যাতে করে তারা খুচরা ব্যবসায়ীদের কাছে কেজি দরে তরমুজ বিক্রি করতে না পারেন। তাছাড়া তাদের ইজারা কীভাবে হল সেই বিষয়টিও পুলিশ দেখবে। আশা করছি তরমুজের দাম ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে।
তাপস কুমার/আরএআর