‘আমাদের এলাকায়ও কেউ যেন মাতব্বরি না করে’
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোটভাই গোলাম সারওয়ার বলেছেন, সাবধান, আমাদের কিন্তু এখনও রক্তমাংস আছে। খালি আপনারাই আমাদের কিছু করবেন আর আমরা কিছু করতে পারব না, এটা ভুল।
গতকাল মঙ্গলবার (১৪ মে) রাত ৯টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কাপ পিরিচ প্রতীকের পথসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন আর পেছনে ফেরার কোনো উপায় নেই আমাদের। তার (হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আব্দুল হাই বাবুল) সঙ্গে কিছু দালাল ঢুকে গেছে। এই পথসভা থেকে আপনাদেরকে অনুরোধ করবো তাদেরকে, তারা যা করতেছে এটা যেন আর না করে। সাবধান, আমাদের কিন্তু এখনও রক্তমাংস আছে। খালি আপনারাই আমাদের কিছু করবেন আর আমরা কিছু করতে পারব না, এটা ভুল।
পনের বছর আমি আপনাদের জন্য কাজ করছি। আমি নীরবে কাজ করছি। আমি কোনো হামকি ধামকি করি না যে আমি এই করেছি সেই করেছি। সারা এলাকায় যত ব্রিক সলিং, যত কালভার্ট, যত ব্রিজ, পেলা ওয়াল সব আমার করা। আমি জানি যদি ফিরিস্তি দিতে হয় এক এক ইউনিয়নে হাজার হাজার পৃষ্ঠা হবে। যা কাজ করছি বলতে চাই না। সুতরাং চিন্তা করেন পনের বছর আগে এই এলাকা কেমন ছিল, এখন কেমন আছে চিন্তা করুন। আর তারা বলে যে আমরা কী করছি।
আমরা এই এলাকায় শান্তি স্থাপন করতে চাই। শান্তিতে থাকতে চাই। আমরা কোনো এলাকায় যাই না। আমাদের এলাকায়ও কেউ যেন মাতব্বরি না করে। তাদের লজ্জা থাকা উচিত। উনি (এমপি) বাহার কি প্রভাবিত করতেছেন না? কীসের জন্য? কীসের স্বার্থে? আমরা কী অন্যায় করছি? আমরা নাকি সব শেষ করতেছি। উনি (এমপি বাহার) কই থেকে এই কথা শুনলেন? উনি কী করছেন আমরা দেখি নাই? উনার এলাকায় একটা ব্রিজ করতে পারেননি আজকে ১৫ বছর, উনি অনেক বড় নেতা। আমরা এগুলো বলতে চাই না। কিন্তু আমাদেরকে বলার জন্য বাধ্য করতেছে।
তিনি বলেন, আমরা সবাইকে সম্মান করতে চাই। উনিও আমার নেতা। উনি কেমন নেতা যে নেতা আমাদের ভালোমন্দ দেখবে না! আমাদের সুখ-শান্তি দেখবে না! কেমন নেতা উনি? উনি খালি বাবলুকে নিয়ে আছে। উনি বাবলুকে বহিষ্কার করেন নাই? ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখল করছিল। পরে বাবলুকে বহিষ্কার করছিল। উনি ওর মধ্যে কী মজা পাইছে আমি জানি না।
প্রসঙ্গত, আগামী ২১ মে ২য় ধাপে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যান, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারওয়ার, বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু ( কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের অনুসারী) ও ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান রিপন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান তার প্রতিটি পথসভায় এমপি বাহারের সমর্থনে বহিরাগত লোক এসে তার নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করে যাচ্ছেন।
আরিফ আজগর/এমএএস