কাঁঠালিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও সাবেক বিএনপি নেতা আব্দুল জলিল মিয়াজী এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. এমাদুল হক মনিরের সমর্থকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ মে) উপজেলার সদর ইউনিয়নের বটতলা বাজারে রাত ৮টার পরে মিটিং করায় নির্বাচনী আচরনবিধি লঙ্গনের দায়ে ৩০ হাজার টাকা অর্থদণ্ড বা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।
আব্দুল জলিল মিয়াজী জরিমানার টাকা দিতে অস্বীকৃত জানালে তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তিনি জরিমানার ২০ হাজার টাকা ও মুচলেকা দিয়ে মুক্তি পান।
একই অপরাধে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনিরের সমর্থকদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এমাদুল হক মনিরের কর্মী সমর্থকরা রাত ৮টার পর কৈখালী বাজারে মিটিং করেছিল।
ঝালকাঠি জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের দায়ে তাদেরকে জরিমানা করা হয়েছে। নির্বাচনী আইন যারা মেনে চলবে না তাদের প্রত্যেককে জরিমানা অনাদায়ে কারাদণ্ড দেওয়া হবে।
নাঈম হাসান ঈমন/আরকে