ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন এমপির ভাই
তৃতীয় ধাপের পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে মো. মিরাজুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এ উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় তাদেরকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায় রোববার (১২ মে) এক গণবিজ্ঞপ্তিতে তাদের বিজয়ী ঘোষণা করেন। ফলে এ উপজেলায় আর ভোট গ্রহণের প্রয়োজন হচ্ছে না।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বিজয়ী মিরাজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পিরোজপুর-২ আসনের (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজের ভাই। এর আগে ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনেও মিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় ধাপে ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- মিরাজুল ইসলাম, তার ছোট ভাই মো. সালাহ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার ও উপজেলা জাতীয় পার্টির (জেপি) নির্বাহী সভাপতি মো. মাহিবুল হোসেন মাহিম। ৫ মে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় হলফনামায় ত্রুটি থাকায় মো. মাহিবুল হোসেন মাহিমের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। পরে তিনি মনোনয়ন বাতিলের বিরুদ্ধে কোনো আপিল করেননি। এরপর অন্য দুই প্রার্থী মো. সালাহ উদ্দিন ও মো. এহসাম হাওলাদার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ কারণে মিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মশিউর রহমান মৃধা ও নারী ভাইস চেয়ারম্যান পদে মালিকা পারভীন একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র জমা দেওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায় বলেন, ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
আরএআর