৪০ শতাংশ ভর্তুকিতে ৩০ লাখ টাকার ধান কাটার যন্ত্র পেলেন আনোয়ার
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কিছুদিনের মধ্যেই বোরো ধান কাটা শুরু হবে। কিন্তু চলমান প্রচণ্ড গরমের কারণে দেখা দিতে পারে শ্রমিক সংকট। ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ অবস্থায় কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে। যার দাম প্রায় ৩০ লাখ টাকা। এই মেশিনটি পেয়ে খুশি কৃষক আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ চত্বরে আনোয়ার হোসেন নামে এক কৃষকের হাতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। ওই কৃষকের বাড়ি তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, পল্লী উন্নয়ন অফিসার শাহনেওয়াজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ, অতিরিক্ত কৃষি অফিসার আরিফুর রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলমসহ স্থানীরা উপস্থিত ছিলেন।
কম্বাইন্ড হারভেস্টার মেশিনের বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিনটি ৪০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।
নিয়াজ আহমেদ সিপন/এমএএস