নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু, ঝড়ে লন্ডভণ্ড স্কুল-দোকান
নড়াইলের লোহাগড়ায় বজ্রপাতে মুজিবর চৌধুরী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত জলিল চৌধুরীর ছেলে।
অন্যদিকে, একই উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে ঝড়ে একটি স্কুলসহ অন্তত ৯টি দোকান লন্ডভণ্ড হয়েছে।
লক্ষীপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওহিদ শেখ জানান, আকাশে মেঘ দেখে বাড়ির পাশে পশ্চিম ডাঙ্গা বিলে কাটা ধান গোছাতে গিয়েছিলেন কৃষক মজিবর চৌধুরী। পরে ধান গুছিয়ে রেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন ও নিহতের লাশ বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, মানিকগঞ্জ এলাকার কাজী মহিদুল ইসলাম হিরক ঢাকা পোস্টকে বলেন, বিকেলে তাদের এলাকায় প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়েছে। এতে বাজারে অবস্থিত একটি কিন্ডারগার্টেন স্কুলের ব্যাপক ক্ষতি এবং ৯টি দোকান ভেঙে গেছে। তবে এসময় কেউ আহত হয়নি।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, বিকেলে বজ্রপাতে কৃষক মজিবর চৌধুরী মারা গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজু শেখ/এমএএস