পা অচল, হাতে ভর দিয়ে ভোটকেন্দ্রে মনোয়ারা
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সঞ্চুর গ্রামের মনোয়ারা খাতুন। ছোটবেলা থেকেই দুই পায়ে সমস্যা, হাঁটতে পারেন না। হাতের ওপর ভর দিয়ে চলাফেরা করেন। দুই হাতে ভর দিয়ে ৪০ বছর বয়সী মনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে এসেছেন। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি তিনি।
বুধবার (৮ মে) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সঞ্চুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন এই প্রতিবন্ধী নারী। ভোট দিয়ে ফেরার পথে কথা হয় তার সঙ্গে।
মনোয়ারা খাতুন ঢাকা পোস্টকে বলেন, কেন্দ্রে আসার সঙ্গে সঙ্গে পুলিশ ও আনসার সদস্যরা এগিয়ে এসে আমাকে ভোট দিতে সহযোগিতা করেছেন। তাই ভোট দিতে দেরি হয়নি। কোনো ঝামেলা ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ভালো লাগছে।
পা নেই, তবু ভোট দিতে আসার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ভোটার হওয়ার পর থেকে এ পর্যন্ত কোনো ভোট মিস করিনি। শারীরিক প্রতিবন্ধী হয়েও আমি সব নির্বাচনে ভোট দিয়েছি। এলাকার প্রার্থী আছে, তাই ভোট না দিয়ে তো ঘরে থাকা যায় না। তাই চলে আসছি।
মনোয়ারা জানান, জন্মের এক বছর বয়সে জ্বরে আক্রান্ত হন তিনি। এরপর থেকে তার দুই পায়ে সমস্যা দেখা দেওয়ায় ধীরে ধীরে অচল হয়ে পড়ে। তখন থেকেই হাতের ওপর ভর দিয়েই চলাচলের করতে হয় তার। শারীরিক প্রতিবন্ধকতার কারণে বিয়ে হয়নি। বাবা হারুনুর রশিদ ও মা সুরতন্নেসার সঙ্গে থেকেই ঘরের কাজকর্ম করেন তিনি।
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ময়মসিংহের ফুলপুর, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় ভোটগ্রহণ চলে। বুধবার সকাল ৮টায় তিনটি উপজেলার ২৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা টানা চলে বিকেল ৪টা পর্যন্ত।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর রয়েছে।
উবায়দুল হক/এমজেইউ