নকলায় ট্রাকচাপায় জামাই-শাশুড়িসহ ৩ জন নিহত

শেরপুরের নকলায় ট্রাকের চাপায় সংঘর্ষে জামাই-শাশুড়িসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) রাত ৯টার দিকে উপজেলার গড়েরগাঁও-পাইস্কা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন রাজা মিয়া (৫৫), জবেদা বেগম (৭৫) ও আবেদা বেগম। এর মধ্যে জবেদা বেগম ও রাজা মিয়া সম্পর্কে শাশুড়ি ও মেয়ের জামাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজা মিয়া ও তার শাশুড়ি গড়েরগাঁও থেকে ইজিবাইকে করে পাইস্কা বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীতদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজা মিয়া ও তার শাশুড়ি মারা যান। আহত হন আরও দুই জন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবেদা বেগম নামের আরও এক নারীর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির খান বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
এএএ