মাদ্রাসা চত্বরে বজ্রপাতে মূর্ছা গেল ১৩ ছাত্র
ফরিদপুরের নগরকান্দায় মাদ্রাসা চত্বরে বজ্রপাত দেখে আতঙ্কিত হয়ে মূর্ছা গেছে ১৩ ছাত্র। তাদের মধ্যে চারজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরা সবাই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী।
সোমবার (৬ মে) সন্ধ্যায় নগরকান্দা উপজেলা সদরে অবস্থিত মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মাদ্রাসাটি নগরকান্দা মাদ্রাসা নামে বেশি পরিচিত।
মূর্ছা যাওয়া শিক্ষার্থীরা হলো— হোসাইন, ছামিউল, মুজাহিদ, রেজাউল, ওলিউল্লাহ, মুস্তাকিম, সাজিম, মারুফ, আব্দুর রহমান, রিয়াদ, বায়েজিদ। বাকি দুইজনের নাম পাওয়া যায়নি। এরা সবাই ওই মাদ্রাসার তৃতীয় ও চতুর্থ শ্রেণি সমমানের শিক্ষার্থী। এদের সবার বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম (প্রতিষ্ঠান প্রধান) মাওলানা কারামত আলী।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালে শিক্ষার্থীরা মাদ্রাসা ভবনের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। হঠাৎ মাদ্রাসার চত্বরে ওদের চোখের সামনে বজ্রপাত ঘটে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পরে। অনেকে মূর্ছা যায়। পরে মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে নয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জয়দেব কুমার সরকার বলেন, মাদ্রাসার যেসব ছাত্রকে হাসপাতালে আনা হয়েছিল তাদের বজ্রপাতে কিছুই হয়নি। তারা বয়সে সবাই শিশু। তাদের চোখের সামনে বজ্রপাত দেখে তীব্র আলোর ঝলকানিতে তারা আতঙ্কিত হয়ে ভয় পেয়ে যায়। হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারজন এখনও ভর্তি রয়েছে। এরা সবাই সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছে।
জহির হোসেন/কেএ