নাটোরে আ.লীগ নেতা মঞ্জু হত্যা মামলায় আরও ২ জন গ্রেপ্তার
নাটোরের আলোচিত আওয়ামী লীগ নেতা মনজুর রহমান মঞ্জু হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলোচিত এই হত্যার ঘটনায় এ নিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো।
রোববার (৫ মে) ঢাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
গ্রেপ্তার আসামিরা হলেন, লালপুর উপজেলার শিবপুর খাঁ পাড়া এলাকার মো. কামরুলের ছেলে রায়হান (২৯) ও একই এলাকার হাসান আলীর ছেলে তামিম (২০)।
এর আগে, বুধবার (১ মে) দুপুরে নিহত মঞ্জুরের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে ১৬ জনকে আসামি করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশন এলাকার রবিউল ইসলামের কনফেকশনারি দোকানের সামনে মঞ্জুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
গোলাম রাব্বানী/কেএ