পানি ও আলো স্বল্পতায় সন্ধ্যায় বন্ধ হয়ে গেছে আগুন নেভানোর কাজ
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। রোববার (৫ মে) সন্ধ্যায় পানি ও আলো স্বল্পতায় ২য় দিন বন্ধ হয়ে যায় ফায়ার সার্ভিসের কার্যক্রম। সোমবার ভোর থেকে আবারও কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহিদুল আলম চৌধুরী।
শাহিদুল আলম চৌধুরী বলেন, রোববার সকালে সবার সম্মিলিত চেষ্টায় সুন্দরবনের আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। দুপুরের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও সন্ধ্যা পর্যন্ত পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। নতুনস্থানে যেন আগুন ছড়িয়ে না পড়ে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সোমবার সকাল থেকে আবারও আগুন নেভানোর কাজ শুরু হবে। আগুন নেভাতে কতো সময় লাগবে, এ বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে গতকাল শনিবার দুপুর ৩টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং গহীন বনে বন্যপ্রাণীর ঝুঁকি থাকায় আগুন নেভানোর কাজ শুরু করতে পারেননি তারা।
রোববার সকালে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের সহায়তায় যোগ দেয় নৌ বাহিনী, কোস্টগার্ড এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টার।
শেখ আবু তালেব/এমএএস