কেজি দরে তরমুজ বিক্রি করায় ৩৫০০ টাকা জরিমানা
পবিত্র মাহে রমজান ও প্রচণ্ড তাপদাহের প্রভাবকে কাজে লাগিয়ে মৌসুমি ফল তরমুজ কেজি দরে বিক্রি করায় বরিশালে আরও আটজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার (২৭ এপ্রিল) বরিশাল নগরীর বিভিন্ন বাজারে জেলা প্রশাসনের দুটি টিম অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম ও জাভেদ হোসেন চৌধুরী।
এর আগে সোমবার (২৬ এপ্রিল) বিকেলে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কেজি দরে তরমুজ বিক্রি করায় ১৪ জনকে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র জানায়, পোর্ট রোড, ফলপট্টি, বটতলা বাজার, মেডিকেল কলেজ, নতুন বাজার, রূপাতলী বাসস্ট্যান্ড, সাগরদী বাজার এলাকায় অভিযান চালিয়ে ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে পিস হিসেবে ক্রয়কৃত তরমুজ কেজি দরে বিক্রির প্রমাণ পাওয়া যায়। ব্যবসায়ীরা ৫০-৬০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করছিলেন। এতে একেক পিস তরমুজের দাম পড়ে ৪০০-৫০০ টাকা। অথচ একেকটি তরমুজ কৃষকের কাছ থেকে ৭০-৮০ টাকায় কেনা।
এজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে এক হাজার ৭০০ টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জাভেদ হোসেন চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত ছয়জন ব্যবসায়ীকে এক হাজার ৮০০ টাকা জরিমানা করেন।
বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, বাজার নিয়ন্ত্রণে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এই অভিযান প্রতিদিন চলবে।
সৈয়দ মেহেদী হাসান/এএম