পিস হিসেবে তরমুজ কিনে কেজিতে বিক্রি করায় জরিমানা
পিস হিসেবে তরমুজ কিনে কেজি দরে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কিশোরগঞ্জে ৫ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা শহরের স্টেশন রোড ও কাচারীবাজার এলাকায় তরমুজ আড়তে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শহরের স্টেশন রোড ও কাচারীবাজার এলাকায় তরমুজের বাজার মনিটরিং করা হয়। এ সময় দেখা যায়, ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে কেজি দরে বিক্রি করছেন। এর মাধ্যমে তারা ভোক্তাদের কাছ অতিরিক্ত মূল্য নিচ্ছেন।
তিনি আরও বলেন, এ সময় পণ্য যথাযথভাবে বিক্রি না করা ও ক্রয়-বিক্রয়ের মূল্য তালিকা দেখাতে না পারায় মেসার্স নরসুন্দা ফল ভান্ডারকে ৬ হাজার টাকা, বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৬ হাজার, সুমন এন্টারপ্রাইজকে ৪ হাজার, কাচারীবাজারের জামাল এন্টারপ্রাইজকে ১ হাজার, জুমোন মিয়ার ফলের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জকে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা ফারজানা খানসহ সদর মডেল থানা পুলিশের টিম।
এসকে রাসেল/এমএসআর