ভাতিজার বল্লমের আঘাতে প্রাণ গেল চাচার
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচা মতিউর রহমান বাদশাকে (৬১) বল্লম দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে বাদশার ছেলের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাদশা উপজেলার মসুয়া ইউনিয়নের চরবেতাল গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে।
নিহতের চাচাতো ভাই জসিম উদ্দিন জানান, বাড়ির সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। মতিউর রহমান বাদশার সঙ্গে চাচাতো ভাতিজা ইসমাঈলের জমিজমা নিয়ে বেশ কয়েকবার কথা কাটাকাটিও হয়। গতকাল সকালে মতিউর রহমান তার ছেলের নতুন বাড়িতে যাওয়ার পর তার ভাতিজাসহ বাড়ির লোকজন মিলে মতিউর রহমানকে বল্লম দিয়ে আঘাত করলে আচারি ভেঙে বল্লম বুকে আটকে যায়। গুরুতর আহত অবস্থায় বাদশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
মসুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, চাচা-ভাতিজার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। এই বিরোধকে কেন্দ্র করেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে শুনেছি।
কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো অভিযোগ পাইনি। একটু আগে নিহতের জানাজা শেষ হয়েছে। তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই অভিযোগ দেবেন।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/আরএআর