‘শুধু নেতা-কর্মী নয়, জনগণের মুক্তির আন্দোলন করছে বিএনপি’
শুধু দলের নেতা-কর্মী নয়, দেশের জনগণের মুক্তির আন্দোলন করছে বিএনপি। সেই আন্দোলন এখনো শেষ হয়নি। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপি একদিন ঠিকই আন্দোলনে সফল হবে। কারণ বিএনপির নেতা-কর্মীরা দেশ, জনগণ ও গণতন্ত্রের জন্য লড়ছে। বিজয়ের লক্ষ্যে পৌঁছতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিএনপি নেতারা এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে রংপুর বিএনপি এ মানববন্ধনের আয়োজন করে।
মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা বুলবুল আহমেদ, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ্ নেওয়াজ লেবু, মহিলা দলের সভানেত্রী রেজেকা সুলতানা ফেন্সি, মহানগর যুবদল নেতা ওয়াহেদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য আবদুস সালাম।
এ ছাড়া মহানগর যুবদল নেতা রেজাউল ইসলাম রাবু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজনসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ দলের সকল নেতা-কর্মীর নামে দায়ের করা সকল মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান। একই সঙ্গে আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে সকল নেতা-কর্মীকে রাজপথে থাকার আহ্বান জানান দলীয় নেতারা।
ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ