কেজিতে তরমুজ বিক্রি করায় কুষ্টিয়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা
কুষ্টিয়ায় বেশি দামে তরমুজ বিক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন ও রিজু তামান্না শহরের এম এস রোডের পৌরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এ সময় কেজি দরে বেশি দামে তরমুজ বিক্রি করায় জামান ট্রেডার্সের মালিক মো. রবিউল ইসলামকে তিন হাজার টাকা, তরমুজ ব্যবসায়ী জহুরুল ইসলামকে দুই হাজার টাকা, আবদুস সামাদকে তিন হাজার টাকা এবং মনিরুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন ও রিজু তামান্না জানান, কুষ্টিয়ার কিছু ব্যবসায়ী ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে কেজি দরে তরমুজ বিক্রি করে আসছিলেন। এ নিয়ে জেলা প্রশাসনে অনেক অভিযোগ আসে। অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। কেজি প্রতি ২০ টাকাও লাভ করছেন কোনো কোনো ব্যবসায়ী।
তারা আরও জানান, ব্যবসায়ীরা কম দামে পিস হিসেবে তরমুজ ক্রয় করে সাধারণ মানুষের কাছে কেজি দরে বিক্রি করে আসছিলেন। সিন্ডিকেট করে প্রতি কেজি তরমুজ ৫০-৫৫ টাকায় বিক্রি করছিলেন। এতে একটি তরমুজ কিনতে ক্রেতাদের ৪০০ থেকে ৫০০ টাকা গুনতে হয়। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন জানান, কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ফলের ক্ষেত্রে কেজিতে ১০ টাকা লাভ করা যাবে- এমন বিধান রয়েছে। তবে তরমুজের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা আছে। কেজিতে ৩ থেকে ৫ টাকার বেশি লাভ করা যাবে না। আর কেজি বা পিস যেভাবে কিনবে সেভাবেই বিক্রি করতে হবে।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে পুলিশ সদস্য ছাড়াও কৃষি বিপণন অধিদফতরের কুষ্টিয়া জেলা বাজার কর্মকর্তা মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
রাজু আহমেদ/আরএআর