ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাওয়া হলো না বাবার
ঈদকে ঘিরে দুই বছরের একমাত্র ছেলে সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা করেছেন স্কুলশিক্ষক মফিজুল ইসলাম। ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাওয়ার ইচ্ছে ছিল বাবার। কিন্তু তার আদরের সেই সন্তান আর নেই। পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনার পর থেকে চলছে মা-বাবার বুকফাটা আহাজারি। পাগলপ্রায় হয়ে পড়েছেন মা। কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার প্রিয় আদরের মানিক দুনিয়ায় নেই।
বুধবার (১০ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জিগারঘাট এলাকায় পুকুরে পড়ে পানিতে ডুবে ২ বছরের তাওহীদের (২) মৃত্যু হয়েছে। এই শোকে গ্রামের সবাই কান্নায় ভেঙে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে খেলতে গিয়ে সবার অজান্তে তাওহীদ নিজ বাড়ি পাশে পুকুরে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুকুর থেকে তাওহীদের মরদেহ উদ্ধার করেন।
দোলাপাড়া ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম বলেন, শিশুটির মা তাকে বাসায় রেখে বাইরে গেলে। সবার অজান্তে পুকুরে পড়ে যায় তাওহীদ। পরে পুকুরে তার লাশ ভেসে উঠে।
বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু আবু হেনা মোস্তফা জামাল সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টিকে আমাদের অবগত করেছেন।
নিয়াজ আহমেদ সিপন/এমএএস