স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর মারা গেলেন স্বামী, পাশাপাশি দাফন
নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর মারা গেছেন স্বামী। এ ঘটনায় তাদের বাড়িতে চলছে শোকের মাতম। বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।
গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি গ্রামে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান শামসুর নাহার (৪৯)। এর এক ঘণ্টা পর মারা যান স্বামী আমিন উল্যাহ (৬২)।
মৃত আমিন উল্যাহ উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি গ্রামের মিন্নত আলী বেপারী বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে। তিনি চাপরাশিরহাট ইউনিয়নের গ্রাম পুলিশ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম পুলিশ আমিন উল্যাহর স্ত্রী শামসুন নাহার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকের পরামর্শে কয়েক দিন আগে শামসুন নাহারকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর গতকাল রাত ১০টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। স্ত্রীর মৃত্যুর ঘণ্টাখানেক পর স্বামী আমিন উল্যাহ অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমিন উল্যাহ-শামসুর নাহার দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন টিটু ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ঈদের এক দিন আগে এমন ঘটনায় পরিবারের সদস্যরা শোকাহত। আমি নিজে জানাজায় ছিলাম। সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়েছে। শামসুর নাহার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এরপর চিকিৎসক শামসুর নাহারকে বাড়িতে পাঠালে মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। এর কিছুক্ষণ পর স্ত্রীর চিন্তায় স্ট্রোক করেন স্বামী আমিন উল্যাহ। পরে রাত ১১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসিব আল আমিন/আরএআর