ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার ভোর থেকে এই মহাসড়কে যানবাহন চলাচল বৃদ্ধি পাওয়ায় ধীরগতিতে চলছিল যানবাহন। পরে বিকেল ৪টা থেকে স্বাভাবিক চলতে থাকে যান চলাচল।
এ ব্যাপারে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির ঢাকা পোস্টকে বলেন, মহাসড়কে গজারিয়া অংশে এখন আর যানজট নেই। স্বাভাবিকভাবে চলছে যানবাহনগুলো।
তিনি আরও বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-ঘোমতী সেতু পর্যন্ত যানবাহনের গতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। বিকেলের পর আর কোনো যানজট ছিল না।
উল্লেখ্য, ঈদ যাত্রার শুরুতে ছুটির দিনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার ভোর থেকে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। শুক্রবার (৫ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের গজারিয়ার ১৩ কিলোমিটার অংশজুড়ে কুমিল্লামুখী লেনে ধীর গতিতে যান চলাচল করে। মেঘনা সেতু জামালদী বাস স্ট্যান্ড থেকে ভাটেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে যানবাহনের ধীরগতি ছিল চোখে পড়ার মতো।
ব.ম শামীম/এসকেডি