কুমিল্লায় শয়নকক্ষ থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার
কুমিল্লার দাউদকান্দিতে ভাড়া বাসার শয়নকক্ষ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর এলাকার একটি বিল্ডিং থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, আমিনুল ইসলাম ও মালেকা বেগম। আমিনুল ইসলাম জেলার তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের অম্বলপুর গ্রামের আব্দুল মান্নান মুন্সির ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওষুধের ব্যবসা করতেন। আর মালেকা বেগম বুড়িচং উপজেলার ছাদবপুর গ্রামের নোয়াব মিয়ার মেয়ে এবং তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স হিসেবে কর্মরত ছিলেন।
রাতে ঢাকা পোস্টেকে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
ওসি বলেন, শুক্রবার রাতে লক্ষ্মীপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটির পাশে ২ পাতা ঘুমের ওষুধ পড়েছিল। ধারণা করা হচ্ছে, উভয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। তবে তারা স্বামী-স্ত্রী ছিল কি না এ বিষয়ে জানা যায়নি। বাসার মালিক জানিয়েছেন মাস ছয়েক আগে উভয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন। তারা প্রতি বৃহস্পতিবার বিকেলে ওই বাসায় আসতেন শনিবার সকালে চলে যেতেন। সবশেষ বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে এসেছিলেন তারা। শুক্রবার সন্ধ্যা অবধি বাসার দরজা না খোলায় সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বাসার দরজা ভেঙে বিছানা থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
ওসি আরও বলেন, এ ঘটনার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে উভয়ের মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আরিফ আজগর/এসকেডি