ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ধীরগতি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা অংশে ১৩ কিলোমিটার যানজট থাকলেও কুমিল্লা অংশে কোনো যানজট নেই। শুক্রবার (৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হাইওয়ে পুলিশ এসব তথ্য জানিয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম ঢাকা পোস্টকে বলেন, মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর এলাকা থেকে দাউদকান্দির শহীদনগর পর্যন্ত ৫ কিলোমিটার যানজট ছিল দুপুর ১টা পর্যন্ত। এখন কোনো যানজট নেই। অবাধেই যানবাহনগুলো যাচ্ছে ঢাকা-কুমিল্লা উভয় লেনে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম ঢাকা পোস্টকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অংশে কোনো যানজট নেই। তবে সড়কে গাড়ির প্রচুর চাপ রয়েছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় গাড়ির চাপ অনেক বেশি। গাড়ির চাপের ফলে উভয় লেনে কিছুটা ধীরগতি আছে। তবে কোনো গাড়ি থেমে নেই।
আরও পড়ুন
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার ঢাকা পোস্টকে বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও ভোগান্তিমুক্ত রাখতে কয়েক স্তরে কাজ করছে প্রশাসন।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাতুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দাউদকান্দি হাইওয়ে অংশে পুলিশ প্রশাসনের পাশাপাশি দাউদকান্দির ইউএনও হিসেবে আমি, এসি ল্যান্ড এবং তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড মহাসড়কে অবস্থান করছেন। সড়কে কোনো যানজট নেই এখন। উভয় লেনে সুন্দরভাবে গাড়ি চলাচল করছে।
আরিফ আজগর/আরএআর